অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির সদস্যদের সাথে নৌকা মার্কা সমর্থনে নির্বাচনী আলোচনা সভায় অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী)সংবাদাতাঃঅটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির সদস্যদের সাথে নৌকা মার্কা সমর্থনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে (১৯ফেব্রুয়ারী)শুক্রবার রাত ৯.৩০মিনিটে শহরের শহীদ ডাঃসামসুল হক রোডে কো অপারেটিভ মার্কেটে আলোচনা সভার আয়োজন করে সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামীযুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খাঁন, সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান বেবী সহ অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির সদস্যরা।
সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন বলেন, অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির সদস্যদের পাশে আওয়ামীলীগ পরিবার আছে আগামীতে আপনাদের পাশে থাকতে চাই।সৈয়দপুর পৌরসভার রাস্তার বেহাল অবস্থা। এ থেকে পরিবর্তন করতে হলে নৌকার মাঝি ছাড়া কোন বিকল্প নাই। নৌকা মার্কা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করতে হবে আপনাদের।
মেয়র প্রার্থী রাফিকা আকতার জাহান বেবী বলেন,মরহুম আকতার হোসেন বাদল সারা জীবন আপনাদের পাশে ছিলেন। আমাকে নৌকা মার্কা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে আমিও আপনাদের পাশে থাকতে চাই।
যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খাঁন বলেন, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে দেশে রাস্তা, ব্রীজ,কালভাট,ড্রেন নির্মাণ করছে।অথচ সৈয়দপুর এ থেকে বঞ্চিত হয়েছেন। আমি বলতে সৈয়ূপুর পৌরসভায় নৌকা মার্কা মেয়র নির্বাচিত করতে হবে। তাহলে সৈয়দপুর পৌরসভা রাস্তা, ড্রেন, কালভাট, ব্রীজ,সহ এ শহর জুড়ে উন্নয়নের জোয়ারে ভাসবে।আগামী ২৮ফেব্রুয়ারী আপনাদের মার্কা নৌকা আর নৌকা। নৌকার কোন বিকল্প নাই।
Facebook Comments