আজমিরীগঞ্জ ২ টি ড্রেজার মেশিন ও ২ হাজার মিটার পাইপ পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন এবং ২ হাজার মিটার পাইপ জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ৷ সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের উত্তর রসুলপুরে অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এগুলো জব্দ ও ধ্বংস করা হয়।
জানা যায় বিগত বেশ কিছু দিন ধরে উপজেলার নদ-নদী সহ বিভিন্ন স্থান থেকে কিছু অসাধু প্রভাবশালী বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে আসছে ৷ বালু উত্তোলনের ফলে এলাকায় নদী ভাঙ্গন, ফসলি জমি বিনিষ্ট হওয়া সহ পরিবেশ বিপর্যয়ের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় পর থেকে, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন এবং সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ এর নেতৃত্বে বেশ ভ্রাম্যমাণ অভিযানে জব্দ ও ধ্বংস করা করা হয় হাজার হাজার মিটার পাইপ এবং ডজন খানেকের উপরে ড্রেজার মেশিন ৷
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ জানান, এই উপজেলায় কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী এবং ভুমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বালু উত্তোলনের ২টি শেলো ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে ৷ অভিযান পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার এস আই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷