এন আর বি সি ব্যাংক পার্বতীপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে তুলে দিলেন কম্বল

এমএন২৪.কম ডেস্ক : পার্বতীপুরে গরীব অসহায় শীতার্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ালেন এন আর বি সি ব্যাংক। আজ ১৩জানুয়ারি সকাল ১০টায় আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয় সাহেব পাড়া এলাকায় বুদ্ধি,অটিষ্টিক,ডাউনসিনড্রোম,বাকশ্রবন শিক্ষার্থীদের হাতে শীত নিবারন এর জন্য কম্বল তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন এন আর বি সি ব্যাংক এর পার্বতীপুর উপশাখার ম্যানেজার জি এম কামাল হোসেন, ব্যাংক কর্মকর্তা হোসাইন আল ইমরান,আলোর পথে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম মোঃতৌহিদুল ইসলাম,শিক্ষিকা আন্জুমান আরা লাকী,। শিক্ষার্থী অভিভাবক ইয়াকুব আলী বলেন প্রতিবন্ধী শিশুদের কেউ খোজ রাখে না।আজ এন আর বি সি ব্যাংক আমার বাচ্চাকে কম্বল দিয়েছে। আল্লাহ তায়ালা ব্যাংকের কর্মকর্তাদের সুস্থ রাখুক।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো এটি একটি মহৎ কাজ।ব্যাংক এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।ব্যাংক ম্যানেজার জিএম কামাল হোসেন বলেন প্রতিবন্ধী ব্যাক্তিরা আমাদের কারো ভাই বোন,তাদেরকে শীতের কষ্ট থেকে রক্ষা করা আমাদের সামাজিক দায়িত্ব।আগামী দিনে আমরা যেন ব্যাপক ভাবে তাদের পাশে দাড়াতে পারি।