কোটচাঁদপুরে ৮ মাস পর তথ্য কেন্দ্রের কার্যক্রম শুরু

এমএন ২৪ . কম ডেস্ক : উঠান বৈঠকের মাধ্যমে দীর্ঘ ৮ মাস পর কার্যক্রম শুরু করল কোটচাঁদপুর তথ্য কেন্দ্র। সোমবার কোটচাঁদপুরের তালসার গ্রামে এ বৈঠক করা হয়
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, প্রগামার জিয়াউর রহমান, তথ্য সেবা সহকারী মমতাজ খাতুন,শারমিন আক্তার,সাংবাদিক সুব্রত সরকার,ও মঈন খান। এছাড়া উপস্থিত ছিলেন ২৫ সেবা গ্রহণকারী। এ ব্যাপারে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতান বলেন, করোনার কারণে দীর্ঘ ৮ মাস কার্যক্রম বন্ধ ছিল। সোমবার উঠান বৈঠকের মাধ্যমে আবার কার্যক্রম শুরু হল। সবকিছু ঠিক থাকলে এ কার্যক্রম অব্যহতভাবে চলতে থাকবে।