1. recentnews19@gmail.com : News Desk :
  2. moinul129@gmail.com : mohin :
  3. editormuktinews24@gmail.com : Melon parvez : Melon parvez
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ১২:৫৮ অপরাহ্ন

ঘুমন্ত নারীর কপালে কামড়, জেগে দেখলেন সাপ

  • প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৫.৩৩ পিএম
  • ৭ বার

এমএন২৪.কম ডেস্ক :  গভীর রাতে কপালে কোনো কিছু কামড় দেয়। এরপর লাইট জ্বালিয়ে দেখা যায় বিছানায় সাপ। আলো দেখে সাপটি লুকানোর চেষ্টা করছিল। তা দেখে ভয়ে হাড় হিম হয়ে আসে এমিলি হিনডস এর।

অস্ট্রেলিয়ান এই নারী জানান, ঘুমের মধ্যে কপালে একটু খোঁচা লাগে। ভেবেছিলাম বাচ্চারা কোনো ক্লিপ দিয়ে দুষ্টুমি করছে। কিন্তু সন্দেহ হতেই আলো জ্বালিয়ে দেখি বিছানায় সাপ।

তিনি আরো বলেন, আমার অবশ্য আগেই সন্দেহ হয়েছিল যে, এটা সাপ হতে পারে। সে কারণেই আলো জ্বালিয়েছিলাম।

স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ার ডারউইনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাস করেন এমিলি। ওই এলাকায় যেখানে সেখানে সাপ দেখা যায়। এমনকি পাইথনও রয়েছে সেখানে।

এমিলি বলেন, আমি খেয়াল করি- সাপের কামড়ে কপালের দুই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। তবে সাপটি বিষাক্ত নয়। এজন্য বাড়তি চাপ নিতে হয়নি।

সূত্র : এবিসি নিউজ

সামাজিক যোগাযোগে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরও খবর
themesbazarmuktin141