চীনে বন্যায় নিহত আরও ৫

এমএন২৪.কম ডেস্ক : গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় চীনের দক্ষিণাঞ্চলে আরও পাঁচ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হয়েছেন আরও আটজন। চংকিং মহানগরীর দক্ষিণে অবস্থিত জুনিয়ি শহরের প্রশাসন শনিবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে নতুন করে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে আরও পাঁচজন মারা গেছেন। এছাড়া নিখোঁজ হয়েছেন আরও আটজন। এছাড়া গুইঝো প্রদেশের ওই শহরের এক ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বন্যার কারণে জুনিয়ি শহরের কমপক্ষে ১৩,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় ২ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বহু রাস্তাঘাট তলিয়ে গেছে। কমপক্ষে তিনটি সেতু ধ্বংস হয়েছে। এর আগে ঝড়ে চীনের হুনান প্রদেশ এবং গুয়াংজি অঞ্চলে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছিলেন। চীনের প্রধান প্রধান নদী উপচে দেশের নিম্ন অঞ্চলগুলিতে (বিশেষ করে ইয়াংতেজ এবং দক্ষিণের পার্ল অঞ্চলে) প্রায়ই বন্যা হয়ে থাকে। চলতি সপ্তাহের শুরুতে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এছাড়া বন্যার ফলে সৃষ্ট আর্থিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ৫০০ মিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দিয়েছে সরকার।