টাঙ্গাইলের গোপালপুরে বিজ্ঞান সভা অনুষ্ঠিত

এমএন ২৪ . কম ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের বিজ্ঞান সভা আজ সোমবার ঐতিহ্যবাহি সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী উ”চ বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়।
ক্লারের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারি কিউরেটর মো. আব্দুল আজিজ, ক্লাবেব সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত অভিভাবক প্রতিনিধি সাইফুল ইসলাম ও মো. আবু কায়সার রাসেল, সহকারি শিক্ষক মো. শাছুল আলম, শিক্ষার্থী খাদিজা আক্তার প্রমুখ।