ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকার সৌজন্যে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

জানে আলম ঠাকুরগাঁও প্রতিনিধি বাংলাদেশের উত্তরে অবস্থিত ঠাকুরগাঁও জেলার সীমান্ত ঘেষা বালিয়াডাঙ্গী উপজেলা। এই জেলায় শীত মৌসুমে শীতের প্রকোপ অনেক বেশি থাকায় অসহায় ও গরীব মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ‘ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা’। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের হলদী বাড়ি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কম্বল বিতরনের সময় উপস্থিত থেকে বক্তব্য দেন ভানোর ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল ওয়াহাব, হলদীবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, সমাজ সেবক মাসুদ হাসান বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম প্রমুখ। কম্বল পেয়ে সকলে খুশি এবং ‘ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা’ সংগঠনের উন্নতি ও সফলতা কামনা করেন। ‘ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা’ সংগঠনটি ২০১৪ সালে সভাপতি এ্যাডভোকেট মো. আবু হেলেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রউফ এর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলার সকল প্রবাসীদের নিয়ে গঠিত হয়। বর্তমানে কমিটির সভাপতি মো. মিজানুর রহমান (দুলাল) ও সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান। এই সংগঠনটি বরাবরই ঠাকুরগাঁও জেলার অসহায় মানুষের পাশে দাড়িয়েছে এবং প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করছেন। এবারও ৫ নং দুওসুও ইউনিয়নে কম্বল বিতরণ শুরুর মধ্য দিয়ে আজ ৬ নং ভানোর ইউনিয়নে ১০০ টি কম্বল দেওয়া হয়। বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় ৮ শতাধিক কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রউফ।