ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে ভূমিহীন ও গৃহহীনরা পাচ্ছে মুজিব শতবর্ষের উপহার ৪৫ টি ঘর

জানে আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বালিয়াডাঙ্গীতে ভূমিহীন ও গৃহহীন ৪৫ টি পরিবার পাচ্ছেন দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর। জানা গেছে ‘ক’ ক্যাটাগরির ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকার এসব ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।এসব বসতবাড়িতে থাকছে দু’টি রুম, একটি রান্নাঘর ও রুমের পিছনে টয়লেট।এছাড়া টয়লেট ও রান্নাঘরের মাঝামাঝি জায়গায় একটা কমন স্পেস ও সামনের দিকে বারান্ডা থাকছে।বাড়ির ফ্লোর ও মেঝে পাকাসহ চালে থাকছে রঙিন ঢেউটিন। প্রত্যেেক বাড়ি নির্মাণে সরকারের ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান,প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প আশ্রয়ণ ২ এর আওতায় ধনতলা ইউনিয়নে ৮টি, চাড়োল ইউনিয়নে ৩ টি,পাড়িয়া ইউনিয়নে ৫ টি,বড়পলাশবাড়ি ইউনিয়নে ৯ টি, দুওসুও ইউনিয়নে ৯ টি, আমজানখোর ইউনিয়নে ১১ টি সর্বমোট ৪৫ টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন মুজিব শতবর্ষে ভূমিহীন গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়া এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না।আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কে ধন্যবাদ জানাই। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন বলেন, এসব ঘরের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মুজিব শতবর্ষের উপহার হিসেবে আগামী ২০ তারিখে দুইকক্ষ বিশিষ্ট এসব সেমিপাকা বাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার তালিকাভুক্ত ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন।