1. recentnews19@gmail.com : News Desk :
  2. moinul129@gmail.com : mohin :
  3. editormuktinews24@gmail.com : Melon parvez : Melon parvez
সোমবার, ২৩ নভেম্বর ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

ধাওয়ানের টানা রেকর্ড সেঞ্চুরির দিনে দিল্লিকে হারালো পাঞ্জাব

  • প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১০.০১ এএম
  • ১১ বার

এমএন২৪.কম ডেস্ক :আইপিএলে টানা রেকর্ড সেঞ্চুরি করেও জয়ের হাসি হাসতে পারেননি দিল্লি ক্যাপিটালস ওপেনার শিখর ধাওয়ান। নিকোলাস পুরান ও গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে কিংস ইলেভেন পাঞ্জাব এক ওভার বাকি থাকতে জিতেছে ৫ উইকেটে। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে ধাওয়ানের ৫৭ বলের সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৬৪ রান করে দিল্লি। জবাবে ১৯ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান করে পাঞ্জাব। প্রথম ৭ ম্যাচে এক জয় পাওয়া দলটি টানা তিন ম্যাচ জিতেছে। ১০ ম্যাচে ৪ জয়ে আট পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেছে পাঞ্জাব। দিল্লি সমান খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।

অন্যদের ব্যর্থতার দিনে ধাওয়ান ৬১ বলে ১২ চার ও তিন ছয়ে ১০৬ রানে অপরাজিত ছিলেন। তার ইতিহাস গড়ার দিনে বড় পুঁজি হয়নি দিল্লির। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ শামি। লক্ষ্যে নেমে ক্রিস গেইলের ১৩ বলে ২৯ রানের ইনিংস পাঞ্জাবের জয়ের আশা দৃঢ় করে। পরে পুরান ২৮ বলে ৫৩ রান করেন। তার সঙ্গে ম্যাক্সওয়েলের ২৪ বলে ৩২ রান পাঞ্জাবের জয় সহজ করে দেয়। দিল্লির পক্ষে কাগিসো রাবাদা সর্বোচ্চ দুটি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ধাওয়ান।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরও খবর
themesbazarmuktin141