নিউইয়র্কে গলা চেপে ধরে আটকে নিষেধাজ্ঞা

এমএন২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছেই। প্রায় সব শহরেই এখন চলছে শান্তিপূর্ণ আন্দোলন। এদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যে গলা চেপে ধরে কাউকে আটক করা পুলিশের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গভর্নর অ্যান্ড্রু কুমো রাজ্য পুলিশের একটি সংস্কার প্রস্তাবে সই করেছেন। ওই বিলে বলা হয়েছে, বিক্ষোভ বা আন্দোলন সামলাতে পুলিশকে আরো নমনীয় হতে হবে। এ ছাড়া বিক্ষোভ দমনে বেশ কিছু অস্ত্র এখন থেকে ব্যবহার করতে পারবে না পুলিশ। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, কোন কোন ক্ষেত্রে গলায় হাত দিয়ে অভিযুক্তকে পুলিশের আটক করা প্রয়োজনীয়। অবশ্য এই বক্তব্যে নানা মহল থেকেই সমালোচনা ওঠে। অন্যদিকে, শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে সিয়াটলে পুলিশ আর কোন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবে না বলে আদেশ দিয়েছেন এক বিচারক।