পাঁচবিবিতে ভারতে পাচারকালে ইলিশ মাছ উদ্ধার করা মাছগুলো এতিমদের মাঝে দিলো বিজিবি

মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা:
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারকালে ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোর রাতে উপজেলার কয়া মাঠ থেকে ইলিশ মাছগুলো উদ্ধার করা হয়।
কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে ইলিশ মাছ পাচারের উদ্যেশে নিয়ে যাওয়া হচ্ছে।এমন সংবাদ পেয়ে ওই এলাকা বিজিবির সদস্যরা অবস্থান নেয়। চোরাকারবারিরা ইলিশ মাছগুলো নিয়ে যাওয়ার সময় বিজিবির সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে কয়া মাঠে মাছগুলো ফেলে পালিয়ে যায়। মাছগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। জব্দকৃত ইলিশ মাছের সিজার মূল্য-১,১২,৫০০/- (এক লক্ষ বার হাজার পাঁচ টাকা)।
জয়পুরহাট-২০ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ফেরদৌস হাসান টিটোর নির্দেশে ইলিশ মাছগুলো এতিমখানায় এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।