পার্বতীপুরে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুইদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। এতে বক্তব্য রাখেন- পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেরাজুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, জ্ঞানাঙ্কুর পাইল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্যাহ ও সহকারি শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। মেলায় ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত বিভিন্ন ধরণের প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন করেন। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন।
Facebook Comments