পিতৃকালীন ছুটি নিয়ে কোহলিকে কটাক্ষ গাভাসকরের, খোঁচা দিলেন অনুষ্কাকেও

কিংবদন্তি ব্যাটসম্যান একটি সংবাদমাধ্যমের কলামে লেখেন, যে তাঁকে ভারতীয় বোর্ড ছুটি দেয়নি, ব্যাপারটা সেরকম নয়। আসলে তিনি বিসিসিআইয়ের কাছে পিতৃকালীন ছুটি কখনওই চাননি। তাঁর কথায়, “প্রথমেই জানিয়ে রাখি, আমি সন্তান জন্মানোর সময় স্ত্রীর পাশে থাকব বলে বোর্ডের কাছে কোনও ছুটি চাইনি। দলের সঙ্গে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার সময়ই জানতাম, সেই সময়ই বাবা হব। কিন্তু দেশের দায়িত্বকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম। আর আমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল আমার বেটারহাফ। উৎসাহই দিয়েছিল।” এভাবেই যেন নাম না করে অনুষ্কা শর্মাকে খোঁচা দিলেন তিনি। এরপরই গাভাসকর জানান, কিউয়িদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে তিনি চোট পান। সেই সময় তাঁকে মাস খানেকের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। আর তখনই বোর্ডের কাছে গাভাসকর নিজের খরচে দেশে ফেরার অনুরোধ জানিয়েছিলেন। সঙ্গে এও বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই মাঠেও নামবেন। সম্পূর্ণ ফিট না হয়েও প্রথম টেস্ট খেলেছিলেন। এককথায় ব্যক্তিগত জীবনের থেকে যে দেশকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন, সেটাই স্পষ্ট করে দিলেন সানি। যে গুণ কোহলির মধ্যে খুঁজে পাচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। উল্লেখ্য, এর আগে আইপিএল চলাকালীনও বিরাটের পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে অনুষ্কার নাম টানেন গাভাসকর। যার জল বহুদূর গড়ায়। ‘অশালীন’ মন্তব্যের অভিযোগ তুলে দেন খোদ অনুষ্কা। যদিও সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন সানি। আর এবার না করেই বিরুষ্কার ‘আচরণ’কে তুলোধোনা করলেন কিংবদন্তি।