1. recentnews19@gmail.com : News Desk :
  2. moinul129@gmail.com : mohin :
  3. editormuktinews24@gmail.com : Melon parvez : Melon parvez
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, ০২:০৩ অপরাহ্ন

প্রায় বছর হতে চললো, কোনও বেতন পাচ্ছেনা ভারতীয় ক্রিকেটাররা

  • প্রকাশ : সোমবার, ৩ আগস্ট, ২০২০, ৫.২৬ পিএম
  • ৫ বার

এমএন২৪.কম ডেস্ক : বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম ধনী সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অথচ দেশটির গণমাধ্যম জানাচ্ছে গত অক্টোবর থেকে বেতন পাচ্ছেন না তাদের ক্রিকেটাররা। বেতনের সাথে বিরাট কোহলিদের কিছু ম্যাচ ফিও নাকি বকেয়া আছে। সব মিলিয়ে ২৭ চুক্তিবদ্ধ ক্রিকেটারের গত ১০ মাসে পাওনা দাড়িয়েছে ৯৯ কোটি রুপি। গত ডিসেম্বর থেকে খেলা ২ টেস্ট, ৯ ওয়ানডে ও ৮ টি-টুয়েন্টির ম্যাচ ফিও পায়নি ক্রিকেটাররা। পাওনাদের তালিকায় আছেন দেশটির প্রথম শ্রেনী ও বয়সভিত্তিক দলগুলোর ক্রিকেটাররাও।abnews24

সেই সাথে প্রাদেশিক দলগুলোর গত মৌসুমের বকেয়া পারিশ্রমিক তো রয়েছেই। যদিও ২০১৮ সালের ব্যাংক হিসেবে জানাচ্ছে বিসিসিআই’র ব্যাংক হিসেবে জমা আছে ৫ হাজার ৫২৬ কোটি টাকা। ২ হাজার ৯৯২ কোটি টাকার স্থায়ী আমানতও আছে তাদের ব্যাংক হিসেবে। এছাড়া স্টার টেলিভিশনের সাথে ৫ বছর মেয়াদি ৬ হাজার ১৩৮ কোটির রুপির সম্প্রচার চুক্তি তো আছেই।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরও খবর
themesbazarmuktin141