ফুলবাড়ীতে ছাত্রদলের র্যালী ও আলোচনা সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ০৩.০১.২১
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সডক প্রদণি শেষে কাঁচারী মাঠের বটতলায় আলোচনা সভায় সমবেত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ন সম্পাদক আরাবুর রহমান পাশা, ইকবাল হোসেন মন্ডল, ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা বক্তব্য রাখেন। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।