ফের রাজনীতিতে সরব হচ্ছেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে জড়িত একজন এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ ফেব্রুয়ারি ফ্লোরিডায় রক্ষণশীলদের আয়োজিত এক সমাবেশে ভাষণ দেবেন তিনি। সভায় তিনি রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও রক্ষণশীল রাজনীতি সম্পর্কে বিভিন্ন বার্তা দিতে পারেন। এ ছাড়া বাইডেনের অভিবাসন নীতিকে আক্রমণের পরিকল্পনা রয়েছে তার।
কংগ্রেসে ২০২২ সালে নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পেতে ট্রাম্পকে কাজে লাগাতে চাইছেন রিপাবলিকানরা। ২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরাও সমাবেশে অংশ নেবেন যাদের মধ্যে ট্রাম্পের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রয়েছেন।
মুক্তিনিউজ২৪.কম/মিলন পারভেজ/রনি