বগুড়ার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জেল জরিমানা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে তিন জনকে ৩ মাসের জেল ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১০জানুয়ারি) বগুড়ার শিবগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর গড়-মহাস্থান পাথরপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ জেল জরিমানা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ৩ মাদকসেবী হলেন, গড়-মহাস্থান এলাকার আব্দুল গফুরের পুত্র আব্দুর রশিদ (৪৫), আলতাফ হোসেনের পুত্র জামাল উদ্দিন (২৮), মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের ওসমানের পুত্র ছলিম উদ্দিন (৬০)।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী হাকিম আলমগীর কবীর বলেন, মাদক বিক্রয় ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ৩ জনকে জেল জরিমানা প্রদান করা হয়।
Facebook Comments