
জুয়েল ইসলাম: আজ সোমবার বরগুনা পৌরসভা মিলনায়তনে কর্মজীবী নারী ও প্রাকটিক্যাল এ্যাকশন এর আয়োজনে মর্যাদাপূর্ণ জীবনযাত্রা প্রকল্পের ফেইজ আউট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এই প্রল্পের মাধ্যমে বরগুনা পৌরসভায় কর্মরত সকল পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে বাস্তবান করা হয়। প্রকল্প চলাকালীন ৩ বছর পরিচ্ছন্নকর্মীদের অধিকার, মর্যাদা, ব্যবসা, স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ৭টি সমবায় সমিতি লিমিটেড করা হয়েছে। ফেইজ আউট সভায় সভাপতিত্ত করেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান জামাল।