বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ পুলিশের বাঁধা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়।পুলিশের বাধাতেও সফলভাবে পালন হয় করা হয় এ কর্মসুচি। বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সায়েদের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কিছুদুর গেলে পুলিশ বাধা দেয়।পরে বিক্ষোভরত ছাত্রদের হাত থেকে পুলিশ বিক্ষোভের ব্যাণারটি ছিনিয়ে নেয়। সেখানেই তাৎক্ষনিকভাবে বক্তব্য রাখেন যুবদলের যুবনেতা মিজানুর রহমান,আনোয়ার হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আব্দুল কাদের, বালিয়াডাঙ্গী ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইলিয়াস আলী,আসিফ আরমান,আরিফ খান জয়,উমের আলী জয়, উমের আলী,রাশেদু জ্জামান,রিপন ও তুষার প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে এ কর্মসুচি পালন করে বালিয়াডাঙ্গী ছাত্রদল।