মজাদার দুধপুলি পিঠায় শীতের সকাল

এমএন২৪.কম ডেস্ক : ঘন কুয়াশার চাদর গায়ে জড়িয়ে প্রকৃতিতে এখন রাজত্ব করছে শীত। আর শীত মানেই ঘরে ঘরে বাহারি পিঠা-পুলির আয়োজন। এই শীতে আপনিও ঘরেই তৈরি করতে পারেন মজাদার সব পিঠা। আজকের ফিচারে জেনে নিন সুস্বাদু দুধপুলি পিঠার রেসিপি- উপকরণ
* চালের গুঁড়া- আড়াই কাপ * ময়দা- আধা কাপ * পানি- দেড় কাপ * লবণ- আধা চা চামচ * ঘি- আধা চা চামচ * দুধ- দেড় লিটার * চিনি- ১ কাপ * গুঁড়া দুধ- ১/৩ কাপ * কনডেন্স মিল্ক- ৪ টেবিল চামচ * নারকেল কুড়ানো- দেড় কাপ * এলাচ- ২/৩টি যেভাবে তৈরি করবেন দুধ পুলি পিঠা প্রথমে পিঠার ভেতরের পুরের জন্য দেড় কাপ কুড়ানো নারকেল ৫ থেকে ৬ চামচ চিনি দিয়ে ফ্রাইপ্যানে ভেজে নিতে হবে। (সামান্য নারকেল রেখে দিতে হবে।) এবার দুধের সঙ্গে গুঁড়া দুধ, চিনি, কনডেন্সড মিল্ক আর এলাচ মিশিয়ে জ্বাল দিন। হালকা হলদেটে রং হলে তুলে রাখুন। তারপর একটি পাতিলে পানির সঙ্গে লবণ ও ঘি মিশিয়ে গরম করুন। ফুটানো পানির সঙ্গে চালের গুঁড়া ও ময়দা মিশিয়ে খামির তৈরি করুন। এরপর রুটি বানানোর পিঁড়িতে হালকা গরম অবস্থায় খুব ভালো করে খামির মথে নিন। এবার রুটি বেলে তাতে নারকেলের পুর দিয়ে পুলিপিঠা তৈরি করুন। পিঠা বানানো হলে ফুটিয়ে রাখা দুধে পুলিপিঠাগুলো দিয়ে মিনিট দশেক রান্না করতে হবে। একপর্যায়ে ১০ মিনিট পর আগে আলাদা করে রাখা নারিকেল দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন। ব্যাস, ঠাণ্ডা হলে পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার দুধপুলি পিঠা।