মাস্ক না পরার অপরাধে ফুলবাড়ীতে ২২ জনের জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাস্ক পরিধান না করায় ২২ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান। এসময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ সহ পুলিশ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী মো. তৌহিদুর রহমান জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ২২ ব্যাক্তির কাছ থেকে মোট ২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Facebook Comments