মিজানুর রহমান খানের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতির শোক

এমএন২৪.কম ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মারা গেছেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন। মিজানুর রহমানের মৃত্যুতে পেশাগতভাবে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ভেরিফাইড পেইজে তিনি এই শোক জানান।
তিনি লিখেছেন, ‘মিজানুর রহমান খানের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। একজন আপাদমস্তক সাংবাদিকের বড় অসময়ে চলে যাওয়া। পেশাগতভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হলাম। গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’