লালপুরে আওয়ামীলীগের মাসিক সভায় বিভেদ ভুলে ঐক্যের আহবান

মো.আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিগত দিনের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দল করার আহ্বান জানিয়েছে লালপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। শনিবার ২৮ নভেম্বর দুপুরে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত কর্যনির্বাহী কমিটির মাসিক সভায় ঐক্যের আহ্বান জানায় নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে এবং সধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহসভাপতি বাছের আলী খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, মাহমুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুলবাসার ভাদু, সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলি প্রমুখ।