লালমনিরহাটে জীবিত আছেন ২জন ভাষা সৈনিক

লালমনিরহাট জেলায় ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ কোন তালিকা কোথাও সংরক্ষিত নেই। সেই ভাবে তালিকাও হয়নি। তবে পত্র-পত্রিকা, ব্যক্তিগত সংগ্রহশালা, লালমনিরহাট জেলা প্রশাসন, সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন সময় বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেয়ায় কয়েকজন ভাষা সৈনিককে সংবর্ধনা দেয়া হয়। এসব তথ্যের আলোকে জীবিত ও প্রয়াত নারী-পুরুষ মিলে ১২জন ভাষা সৈনিকের তথ্য পাওয়া যায়। এদের মধ্যে ১০জন প্রয়াত। তাঁরা হলোঃআশরাফ আলী, ড. শাফিয়া খাতুন, মনিরুজ্জামান, আবদুল কুদ্দুছ, কমরেড শামসুল হক, মহেন্দ্র নাথ রায়, আবিদ আলী, জরিনা বেগম, জাহানারা বেগম (দুলু), কমরেড সিরাজুল ইসলাম। অপরদিকে এখনও ২জন জীবিত রয়েছেন। তাঁরা হলোঃ আবদুল কাদের ভাসানী ও মোঃ জহির উদ্দিন আহম্মদ।
ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানী: ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীতে অধ্যায়নের সময় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। সেই সময় ভাষা সংগ্রাম পরিষদের লালমনিরহাটের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ২৩ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসবর্জন করার আহ্বান জানান। তাঁর আহ্বানে শিক্ষার্থীরা সাড়া দিয়ে বাড়িতে চলে যায়। তিনি পুলিশের খাতায় একজন পাকিস্তান বিরোধী হিসেবে চিহ্নিত হন। সেই দিন স্কুলের পেছনের প্রাচীর টপকে পালিয়ে গ্রেফতার এড়ান। পরে পুলিশ তাকে আটক করে। ভাষা আন্দোলনে তাদের যথেষ্ট অবদান থাকেও তাদের খোজঁ-খবর রাখেনা কেউ। শুধুই ভাষা দিবসে স্বরন করলেও অন্যসময়ে খবর রাখেনা কেউ।
Facebook Comments