শিবগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ

রবিউল ইসলাম রবি শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিবগঞ্জ উপজেলা ও পৌর ইউনিটের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মামলা ও সাজা প্রত্যাহারের দাবীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০জানুয়ারী সকালে সোনালী ব্যাংক চত্ত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মুকুল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মীর শাহে আলম। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাষ্টার আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম ইদ্রিস আলী, বিএনপি নেতা এস এম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মাষ্টার হারুনুর রশিদ, মোকছেদুর রহমান দুলু মাষ্টার, ওয়ারেছ আলী আকন্দ, জুলফিকার হাসান শাওন, পৌর যুবদলের আহ্বায়ক আবু শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহদী হাসান তমাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক রায়হানুল হক রনি, ইউনিয়ন যুবদল নেতা বেলাল হোসেন, সাইদুর, খালেক, সেলিম, মান্নান, শাহীনুর, উজ্জ্বল, মুক্তার, শাহীন মাষ্টার, আশরাফ, মিলন, আলিফ, জিয়া, তারেক, জুয়েল, পৌর যুবদল নেতা আক্কাস, সুজন, আরাফাত, ছাত্রদল নেতা বিপুল রহমান, মীর মুন, আল-আমিন প্রমুখ।
উক্ত সমাবেশ থেকে দেশমাতা খালেদা জিয়ার মুক্তির দাবী জানানো হয় এবং দেশনায়ক তারেক রহমানের সকল মামলা ও সাজা প্রত্যাহারের দাবী জানানো হয়।
সমাবেশ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান আরমান।
Facebook Comments