শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, শিবগঞ্জ থানার পক্ষে সহকারী পুলিশ সুপার আরিফুর ইসলাম সিদ্দিকী, ওসি এসএম বদিউজ্জামান, মাননীয় জাতীয় সংসদ সদস্যর পক্ষে উপজেলা জাপা সাধারণ সম্পাদক এরফান আলী, শিবগঞ্জ পৌরসভার পক্ষে মেয়র তৌহিদুর রহমান মানিকসহ কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আ’লীগ সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানসহ নেতা কর্মীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন। এছাড়াও শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা, বিএনপি, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ স্কুল, কলেজ, সরকারী প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া শহীদ মিনারে গুজিয়া কনফিডেন্সে পাবলিক স্কুলের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহিনূর ইসলাম, শিক্ষক ও শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
অপরদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়াও সারা উপজেলাজুড়ে সকল শহীদ মিনারে ছাত্র, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Facebook Comments