শিবগঞ্জে সমঝতায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর নির্বাচিত হলেন রবিউল!


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
শিবগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ০৪ নং ওয়ার্ড থেকে ০২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলো। যাচাই বাছায়ে আব্দুল কাদের এর মনোনয়নপত্র বাতিল হয়।
গত রবিবার প্রার্থীতা প্রত্যাহার ও আপিল এর শেষ দিনেও আব্দুল কাদের আপিল না করলে বিএনপি নেতা রবিউল ইসলাম বেসরকারি ভাবে পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এনিয়ে এলাকার ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভোটারা বলেছে কাদেরের সাথে রবিউল ইসলামের সমঝোতার কারণেই এমটি হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর রবিউল ইসলামের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।
Facebook Comments