হবিগঞ্জ নবীগঞ্জ থেকে আমুদ-ফুর্তি করার সময় ৩ যুবক ও কট মেয়ে।


হবিগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর এলাকায় রাত ১:৪০ মিনিট সময় অসামাজিক ও অশ্লীল কাজ করার সময় স্থানীয় জনগণের হতে ধরা পড়ে ২ যুবক ও ১ যুবতি। স্থানীয় জনগণের মধ্যে খবর পেয়ে তাংক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। দন্ডপ্রাপ্তরা ৩ হল -” মো: জাহাঙ্গীর আলম (৩৫) তার বন্ধু মোস্তাক আহমেদ (৩৪) এবং লিলি আক্তার (২২) কে ধৃত করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের হাজির করলে বিজ্ঞ আদালত অশ্লীল কাজ করার অপরাধে দণ্ড বিধির ১৮৬০ এর ২৯৪ ধারার অপরাধের দায়ে জাহাঙ্গীর আলম ও মোস্তাক আহমেদকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং লিলি আক্তার কে দুই মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেখ মহি উদ্দিন , ইউ এন ও ,নবীগঞ্জ। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন ও সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশ।