শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ

গত ৩১ আগষ্ট “সময়ের কন্ঠস্বর ডটকম” ও “বিডিহেডলাইনস্২৪ ডটকম” নিউজ পোর্টালে এবং ২ সেপ্টেম্বর দেশ টিভি অনলাইনে প্রকাশিত “ফুলবাড়ীতে ইউপি সদস্যের হাতে ইউপি সচিব লাঞ্ছিত” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রকৃত পক্ষে ইউপি সচিব সাজেদুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। প্রথমত তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদে আসেন না। ইউনিয়ন পরিষদে আসা সেবা প্রার্থী মানুষকে বিভিন্নভাবে হয়রানী করেন। ভিজিডি কার্ড সংশোধনের জন্য তিনি অনেকের কাছে উৎকোচ গ্রহণ করেন। পরবর্তীতে অভিযোগ হওয়ায় তা ফেরত দেন। এসকল অনিয়মের প্রতিকার চেয়ে আমরা ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের নয়জন ইউপি সদস্য ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। অন্যদিকে গ্রাম পুলিশের চাকুরীর প্রলোভনে চার লাখ উনিশ হাজার টাকা হাতিয়ে নেয়ায় টাকা ও সনদ উদ্ধারের জন্য ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীড় গ্রামের ফেরদৌস আলীর ছেলে মমিনুল ইসলাম সচিব সাজেদুল ইসলামের বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। গত ৩০ আগষ্ট উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ে উল্লেখিত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়। আমার ইন্ধনে অভিযোগ হওয়ার সন্দেহে ক্ষিপ্ত হয়ে সচিব সাজেদুল ইসলাম আমাকে অপদস্থ করার সুযোগ খুঁজতে থাকেন। গত ৩১ আগষ্ট দুপুরে আমি একটি জন্ম নিবন্ধন কার্ড সংশোধনের জন্য পরিষদের কম্পিউটার সহকারীর কক্ষে গেলে সচিব সাজেদুল ইসলাম অযাচিত ভাবে ওই কক্ষে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে একটি রেজিস্ট্রার আমার দিকে ছঁড়ে মারেন। সেখানে উপস্থিত লোকজন ও গ্রাম পুলিশরা এগিয়ে আসলে সচিব সাজেদুল আমাকে গালিগালাজ করতে করতে কক্ষ থেকে চলে যায় এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট উল্টো আমার বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকি আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদেরকে ওই মিথ্যা অভিযোগের কপি সরবরাহ করে বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেন। আমি ওই মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মো: আবু মুসা
সদস্য ৬ নং ওয়ার্ড

প্যানেল চেয়ারম্যান
৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ
ফুলবাড়ী, কুড়িগ্রাম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন