- Muktinews24- - https://muktinews24.com -

পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষা স্থগিত

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মিটার টেস্টার পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। আগামী ২ এপ্রিল আরইবির মিটার টেস্টার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরীক্ষা আপাতত স্থগিতের কথা জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আরইবির সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আমজাদ হোসেন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। সরকার ইতোমধ্যে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। আমরা সেগুলো বিবেচনা করেই পরীক্ষাটি বাতিল করেছি। আগামীতে পরীক্ষার তারিখ পরে সময় বুঝে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।