- Muktinews24- - https://muktinews24.com -

করোনাভাইরাসের টিকা নিলেন শাকিব খান

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দেশে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় শুরু হয়েছে লকডাউন।  আজ সোমবার (০৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিন করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

এদিন দুপুরে শাকিব খান তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন।     তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলাম। ’ এর আগে সিনেমা, সংগীত ও নাটক অঙ্গনের অনেক তারকাকে টিকা নিতে দেখা গেলেও শাকিব খান বেশ সময় নিয়েই টিকা নিলেন। শাকিব খান বর্তমানে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের মধ্যে এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক।   সম্প্রতি সিনেমাটির গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড়ে আঘাত লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে তিনি রক্তাক্ত হন বলেও জানা যায়। এ ঘটনার পরই টিকা নিতে দেখা গেল ‘সম্রাট’খ্যাত এই অভিনেতাকে।