পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিহত মমিনুল উপজেলার পোরশা সদর বাঁসবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে ও হাফিজুল লপাড়া এলাকার মমতাজুল ইসলামের ছেলে। জানা গেছে, আজ সোমবার সকাল ৮টায় তারা দুজনে উপজেলার সুত্রইল মোড়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় নিতপুর-সারাইগাছী গামী একটি ট্রাকটর তাদের ধাক্কা দেয়। এতে তারা আহত হলে স্থানীয়রা সাথে সাথে পোরশা উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। রাজশাহী নেয়ার পথে মমিনুল মারা যায়।