- Muktinews24- - https://muktinews24.com -

মত বিনিময় সভা।

এএফএম মমতাজুর রহমান বআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়িতে সদ্য যোগদানকৃত ইন্সপেক্টরের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সান্তাহার প্রেস কাবে অনুষ্টিত সভায় ইন্সপেক্টর আরিফুল আইনশৃঙ্খলা ভালরাখার স্বার্থে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করে মাদক ও ইফটিজিং এর ব্যাপারে কঠোর অবস্থানে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। প্রেস কাবের সভাপতি গোলাম আমবিয়া লুলুর সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হারেজুজ্জামান, খায়রুল ইসলাম, এএফএম মমতাজুর রহমান, তোফায়েল হোসেন লিটন, আ ব ম রবিন, সাগর খাঁন, নয়ন, দুখু প্রমূখ।