- Muktinews24- - https://muktinews24.com -

ভারতের গ্রামেও ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: শুধু শহরেই নয় ভারতের গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে গ্রামবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। শহরের ভয়াবহ চিত্র দেখে অনেকে আগাম ছুটছেন অক্সিজেনের পেছনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তুলনায় প্রকৃত সংখ্যা অন্তত ১০ গুণ বেশি। করোনার ভয়াবহতা শহর ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। স্থানীয়রা বলছেন, প্রতিটি গ্রামেই প্রতিদিন অনেক কোভিড রোগী শনাক্ত হচ্ছে। বেশিরভাগেরই প্রয়োজন পড়ছে অক্সিজেন।

বিশেষজ্ঞরা বলছেন, চলাচলে কোনো নিয়ন্ত্রণ না থাকায় শহর থেকে অনেকেই গ্রামে পাড়ি জমাচ্ছেন। এতেই প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত অঞ্চলেও। ভারতে শনাক্ত নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। বিশেষজ্ঞদের শঙ্কা, গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে প্রাণঘাতী কোভিডের এই ধরনটি।