- Muktinews24- - https://muktinews24.com -

সৌদি আরব এর আল কাসিম এ গোটা বিশ্বের মুসলিমদের করোনা থেকে মুক্তিও প্রবাসিদের সুস্থতা চেয়ে ইফতার ও দোয়া মাহফিল

মুক্তিনিউজ২৪.কম ডেক্সঃ

সৌদি আরবে বাংলাদেশ ও বিশ্ব মুসলিম ভাইদের করোনা মহামারি রোগ থেকে মুক্তি ও প্রবাসি ভাইদের সুস্থতা কামনা করে সৌদি আরবের আল কাসিমে গত ৩০ এপ্রিল এক অনাম্বড় পরিবেশে ইফতারও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মহতি উদ্যোগ গ্রহন করেন অনলাইন প্রতি সংগঠন আল কাসিম বিডি ksa। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সম্মানিত সভাপতি আরাফাত হোসেন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আলোকিত করে তুলেছিলেন জননন্দিত মাছুদও রফিক।বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাফল্য মন্ডিত করে তুলেছিলেন আল কাসেম বিডি ksa সম্মানিত সদস্য জামাল,শাহাদত,মুরাদ,ছেলিম,নুর, আরিফ,ইউসুফ,মাহবুব ও মাশুক। উপস্থিত ব্যক্তিদের সামনে ইসলামের গুরুত্ব বিশদভাবে আলোচনা করেন। আলোচনা শেষে গোটা বিশ্বে মুসলিম ভাইদের করোনা মহামারি অসুখ থেকে মুক্তি কামনা করেন।এবং প্রবাসি ভাইদের বিপদ আপদ ও বালা মসিবত থেকে সুস্থতার জন্য দোয়া করেন।দোয়া শেষে সকল ব্যক্তিরা ইফতারে অংশ গ্রহন করেন।