- Muktinews24- - https://muktinews24.com -

ঠাকুরগাঁওয়ে কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ 

জানে আলম, ঠাকুরগাঁওঃ বাংলাদেশে বসবাসরত ৮০০০০ অসচ্ছল পরিবার এবং এফ ডি এম এন (FDMN) রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প ২০২১ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকালে ঠাকুরগাঁও  হরিপুর উপজেলার জামুন  উচ্চ বিদ্যালয় মাঠে ১০০০ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বক্স বিতরণ করা হয়। আল -মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় চলমান এ প্রকল্পের  বিতরণ অনুষ্টানে হরিপুর উপজেলার নির্বাহি অফিসার মোঃ আব্দুল  করিমের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ এর  সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন ।
কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন   ড. ত্বোহার নেতৃত্বে আব্দুল্লাহ খালেদ আল উসায়মি, মুহম্মাদ আহম্মেদ আদ জানাতি, হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল  কাইয়ুম পুষ্প, বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদ্রাসার পরিচালক মুফতি শরিফুল ইসলাম সহ স্থানীয়  গন্যমান্য ব্যক্তিবর্গ ও অনলাইন, পিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।