
সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুরে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা রামপুর ইউনিয়নের আমেরিকাক্যাম্প মাঠে
পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ মহড়া
অনুষ্ঠিত হয়।
মহড়ায়় জরুরি অবস্থায় কোথায়, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তার
উপরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে বাসা-বাড়ী অফিস ও
চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারসহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিকভাবে
আগুন নিয়ন্ত্রণ করা যায়, এ বিষয়ে বাস্তবধর্মী প্রশিক্ষণসহ নানা বিষয়ে
মহড়া দেয়া হয়। প্রশিক্ষণ মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপক
যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মন্জিল হক ও
পার্বতীপুর স্টেশন অফিসার মোঃ রুনুজ্জামান প্রমুখ।