এএফএম মমতাজুর রহমান আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে তিয়রপাড়া থেকে উথরাইল হয়ে ইন্দইল পর্যন্ত ৮২ লাখ ৪৬ হাজার ৮৮৮ টাকা ব্যায়ে ৯২০ মিটার সড়কের উন্নয়ন কাজের (কার্পেটিং) উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উথরাইল স্কুলের সামনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু এবং সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু ফলক উন্মোচন করে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উথরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেত, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, কাশেম জোয়ারদার, রায়হান উদ্দীন স্বপন, আহসান হাবীব, জাবেদ আলী , আইজুল হক ও ইউপি সদস্য সেলিম খান, মামুন, শাহজাহান, রুহুল আমীন প্রমূখ।