শ্রীমঙ্গল শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলে জশনে জুলুছে (র্যালী) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১০ টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্ব জশনে জুলুছে সহস্রাধিক মুসল্লী ব্যানার, ফেস্টুন, ধর্মীয় পতাকা নিয়ে অংশ গ্রহণ করেন। কমলগঞ্জ উপজেলা ময়না চত্বর থেকে শুরু হওয়া জশনে জুলুছ শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: দুরুদ আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা মাওলানা রাসেল মোস্তফা’র সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জুয়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও মুফতি আব্দুল মুকিত হাসানি,কমলগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারন সম্পাদক মুইনুল ইসলাম খান, কমলগঞ্জ পৌর শাখার সভাপতি আফরোজ উদ্দিন প্রমূখ। বক্তব্য রাখেন রেজাউল খলিল তরফদার,আব্দুল মুকিত হাসানী,আলহাজ্ব আব্দুল হাই,ইউপি সদস্য নুরুল ইসলাম। এছাড়া জশনে জুলুছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, গাউছিয়া কমিটির জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ সুন্নী মুসলমানরা উপস্থিত ছিলেন।