মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ওমান থেকে এখন আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দল।
সেখানে মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এর আগে, আবুধাবিতে আজ কোয়ারেন্টিনে থাকতে হবে টিম টাইগার্সদের। আইপিএল খেলে এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আগামীকাল শ্রীলঙ্কা ও ১৪ই অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিবেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। প্রস্তুতি ম্যাচ শেষে ওমানে ফিরে যাবে দল। এরপর ১৬ই অক্টোবর একবেলা অনুশীলন করে ১৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সবশেষ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ বাহিনীর।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন। সূত্রঃএবিএন