
তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬
শনিবার, ২৮ মে ২০২২, ০৮:৩৪ অপরাহ্ন
জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন না রানি এলিজাবেথ
-
প্রকাশ
বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ২.০৬ পিএম
-
২৪
বার ভিউ হয়েছে

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণে আসন্ন জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন না ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) এই সিদ্ধান্ত জানায় বাকিংহাম প্যালেস। শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় সম্মেলনে যুক্ত থাকবেন এলিজাবেথ। ভার্চুয়ালি তিনি তার মতামত ও বক্তব্য রাখবেন। ৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি গেল বুধবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। এরপর থেকেই জনসম্মুখে আসেননি তিনি। তবে রাজ পরিবারের অন্যান্য সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। ২২ এপ্রিল আর্থ ডে’তে অনুষ্ঠিত হতে যাওয়া এই জলবায়ু সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন। সূত্রঃ এবিএন
শেয়ার করুন
এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2022 Muktinews24.com
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.muktinews24.com কর্তৃক সংরক্ষিত.