জানে আলম, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনোদ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ সিংহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান,পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুকান্ত রাম,দুওসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ এতে বক্তব্য রাখেন।
চলতি বছর বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৫টি পূজা মন্ডপে একযোগে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।