মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে নবনির্বাচিত শ্রমিক নেতা ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে গণসংবর্ধনা প্রদান করলেন উপজেলা শ্রমিকরা।
শুক্রবার দুপুরে উপজেলার ভীমপুর বাসস্টান্ডে উপজেলা বাস শ্রমিক সংগঠনের প থেকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।
পাঁচবিবি উপজেলা বাস শ্রমিক সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় সেখানে জেলা মিনিবাস সমিতির সভাপতি আনিছুর রহমান লিটন,জেলা বাস শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির সভাপতি ইকবাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন নেতা ও জয়পুরহাট-হিলি রাস্তায় চলাচল করা বাসের ড্রাইভার, সুপারভাইজার,চেইন মাষ্টার ও সহকারি শ্রমিকরা উপস্থিত ছিলেন।