সোহেল সানী ঃ
দিনাজপুরের পার্বতীপুরে আনসার ও ভিডিপি ৬৪জন শিক্ষিত ছেলে ও মেয়েকে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে আজ বৃহস্পতিবার বিকেলে সনদপত্র বিতরণ করেন- পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মমিন উদ্দীন। উপজেলা আনসার ও ভিডিপির মাধ্যমে উপজেলার মোমিনপুর ইউনিয়নে ৩২জন পুরুষ এবং ৩২জন মহিলাকে বিনামূল্যে ১০ দিনব্যাপী দোয়ানিয়া উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালে সরকারি গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তাগণ ভিডিপি সদস্যদের এ প্রশিক্ষণ প্রদান করেছিলেন।
পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মমিন উদ্দীন বলেন- নির্বাচনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের রয়েছে অতুলনীয় ভূমিকা। এই ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষনার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে ১০% কোটা থাকবে।