আতাউর রহমান
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরে পার্বতীপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট সৈয়দপুর (স্বাদু পানি) উপকেন্দ্রের গবেষণা কর্মকর্তারা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান মৎস্য কিনিক পরিচালনা করেন। ভ্রাম্যমান মৎস্য কিনিকে পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ মাছ চাষির পুকুরের পানির গুনাগুন পরিক্ষা, মাছের রোগ, খাদ্য ও পুষ্টি এবং মাছ চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। পার্বতীপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় আয়োজিত ভ্রাম্যমান মৎস্য কিনিক পরিচালনা কালে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষনা ইন্সটিটিউট নীলফামারী জেলার সৈয়দপুর (স্বাদুপানি) উপকেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মালিহা হোসেন মৌ, বৈজ্ঞানিক কর্মকর্তা শ্রী বাস সাহা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব বর্মন ও পার্বতীপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম উপস্থিত ছিলেন।