সোহেল সানী : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, মহিলা ভাইসচেয়ারম্যান রুকশানা বারি রুকু, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব ও ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।