মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” প্রতিপাদ্যে বেলা ১২ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ছাত্র, বাংলাদেশ পুলিশ, গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিরামপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম ওহিদুন নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর প্রেসক্লাব এর সভাপতি অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমূখ।