শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, বঙ্গবন্ধু কর্নার এর নন্দিত রুপকার ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহম্মদ শামস্ উল ইসলাম এর ব্যাক্তিগত উদ্যোগে জিপিএইচ ইস্পাত এর সহযোগিতায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর প থেকে শেখ বোরহান উদ্দিন (র) ইসলামী সোসাইটি, মৌলভীবাজার এর নিকট ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অগ্রণী ব্যাংক লিমিটেড, আঞ্চলিক কার্যালয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড এর মৌলভীবাজার অঞ্চল প্রধান এবং সহকারী মহাব্যবস্থাপক রাশেদা আহমেদ স্বপ্না, প্রভাতী ইন্স্যুরেন্স কোং লি. এর এএ সানাউল ইসলাম সুয়েজ, শেখ বোরহান উদ্দিন (র) ইসলামী সোসাইটি, মৌলভীবাজার এবং অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।