শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও রাসেল দিবস গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে পালিত হচ্ছে। ”শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অধম্য আত্ববিশ^াস” এই স্লোগান নিয়ে শহিদ শেখ রাসেল দিবস উপল্েয জেলা প্রশাসনের উদ্যোগে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। সোমবার সকালে জেলা প্রশাসন এর আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এসকল অনুষ্টানে মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীগের নেতাকর্মী, স্থানীয় মুক্তিযুদ্ধা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।